Blog Archive

Wednesday, May 25, 2022

Aiims

 


  













JoB SearcH


Your Trusted Job Placement


  ( Daily Job Update )




নোটিশ নম্বরঃ  209/ E-12028/1/22- (NON-FAC.CON)

নোটিশ প্রকাশের তারিখঃ  24.05.2022




আবেদনের মাধ্যমঃ  অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। (আবেদন প্রক্রিয়া সেকশনে বিস্তারিত জানানো হয়েছে)।




পদের নাম এবং শুন্যপদঃ

(1) Psychiatric Social Worker- 1 টি 
(2) Social Psychologist- 1 টি
(3) Physiotherapist- 3 টি 
(4) Electrocardiograph Technical Assistant- 4 টি 
(5) Audiometry Technician (ENT)- 1 টি 
(6) Speech Therapist- 1 টি
(7) Bio Medical Engineer- 2 টি
(8) Store Keeper- 3 টি
(9) Technical Officer Ophthalmology (Refractionist)- 2 টি
(10) Technical Assistant (Anesthesiology)- 10 টি
(11) Technical Officer (Dental)/Dental Technician- 2 টি 
(12) Technical Assistant (ICU)- 9 টি
(13) OT Technician- 10 টি
(14) Radiographic Technician Grade-I- 4 টি 
(15) Radiotherapy Technician Grade-II- 2 টি 
(16) Dietician- 1 টি
(17) Technical Assistant (ENT)- 1 টি
(18) Junior Accounts Officer- 1 টি
(19) Librarian Grade-III- 1 টি
(20) Librarian Grade-II- 3 টি 
(21) Junior Engineer (Civil)- 1 টি 
(22) Junior Engineer (Electrical)- 1 টি
(23) Junior Engineer (Air Conditioning & Refrigeration)- 1 টি
(24) Manager/Supervisor/Gas Officer- 1 টি




বেতনঃ 

প্রতি মাসে 43,900 টাকা এবং 45,300 টাকা। (পদ ভিত্তিক মাসিক বেতনের পরিমান অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে লেখা আছে, নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন)।  




বয়সসীমাঃ  

আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে থাকতে হবে। কোন পদের জন্য কত বয়স থাকতে হবে তা অফিসিয়াল নোটিশের 4 নম্বর পেজে লেখা রয়েছে। (আবারও জানিয়ে রাখি, নিচের লিংকে ক্লিক করে নিয়োগের নোটিশ ডাউনলোড করা যাবে)।




শিক্ষাগত যোগ্যতাঃ 

উচ্চমাধ্যমিক, B.SC, M.A, M.Sc সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করা যাবে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তির 4 নম্বর পেজ থেকে দেওয়া আছে। 




চাকরির ধরনঃ 

সম্পূর্ন কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।





আবেদন প্রক্রিয়াঃ 

দুটি ধাপে আবেদন করতে হবে। প্রথমে, অফিসিয়াল নোটিশে দেওয়া আবেদন করার গুগল ফর্মের লিংকে ক্লিক করে গুগল ফর্ম ফিল আপ করতে হবে।

গুগল ফর্ম সঠিকভাবে ফিল আপ করার পর অফিসিয়াল নোটিশের ১০ নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। এরপর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। 

আবেদনপত্র এবং ডকুমেন্ট গুলিকে একসাথে জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। তারপর আবেদনপত্রের খামটি নিচের দেওয়া ঠিকানায় স্পীড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। 





আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ  

The Administrative Officer,
Recruitment Cell,
All India Institute of Medical Sciences, Kalyani
NH-34 Connector, Basantapur, Saguna
Nadia, West Bengal – 741245




আবেদন ফিঃ  

(1) General / OBC /EWS Category- 500 টাকা 
(2) SC/ST Category- 250 টাকা 
(3) OPH Category- শুন্য 

 











নিয়োগ সংস্থার : Official Website 

অফিশিয়াল নোটিশ : Download 

আবেদন করার Google Form এর লিংক : Apply Now 

প্রতিদিনের চাকরির আপডেট : Job Update 


 আরো চাকরির আপডেট -















ABOUT US :

যদি আপনি একজন চাকরি ও কাজের সন্ধানী হয়ে থাকেন তাহলে একদম ঠিক ওয়েবসাইটে এসেছেন। JoB SearcH এর মাধ্যমে আপনি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ব্যাঙ্কিং সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্রের চাকরি ও কাজের আপডেট (Job Update) পেয়ে যাবেন। 











চাকরি পেতে কোনো টাকা💰 লাগবে না।


FREE  JOB  • NO  CHARGES




 

-:: Follow Us ::-

----------------


প্রতি দিন নিত্যনতুন কাজের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন .....  


 Subscribe Now



চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ ও 'WhatsApp Group' এ যুক্ত হয়ে যেতে পারেন ।






এবং সবার আগে ও সবার প্রথম Free জবের আপডেট পাওয়ার জন্য আমাদের Telegram ও WhatsApp গ্রুপ এ জয়েন হয়ে যেতে পারেন..... 











-:: Important Link's ::-


▶️ প্রতিদিনের চাকরির আপডেট : Job Update




আরো চাকরির আপডেট :    Click Me   










▶️







Thanks & Regards

 @JoB SearcH

Sotyenjoy Pal  &  R@ghunath Dey


_____-----_____-----_____


বিঃদ্রঃ- JoB SearcH কোনো নিয়োগকারী সংস্থা নয় বা চাকরি দেয় না। চাকরি দেওয়ার নাম করে টাকা চাওয়া সম্পূর্ণ অপরাধ, JoB SearcH এমন কাজ কখনো করে না। 




No comments:

Post a Comment

Myntra recruitment 2025

  Srirampur Myntra [ Hooghly ] Coming soon Interview and Spot Joining (2COMS Vendor) Date :- will inform Time : 10.00AM #Job Location -...