Blog Archive

Tuesday, May 31, 2022

BandhanRecruitment

       

 • Free Job •

° Free Placement °

  °• 100% Genuine Job •°






 




















JoB SearcH


Your Trusted Job Placement


  ( Daily Job Update )





🏛️ 








    





⚠️ *কাজের জন্য কোন রকম টাকা পয়সা লাগে না*






 






মোট শূন্যপদ : Bandhan Bank কর্তৃক অফিসিয়াল নোটিশ প্রকাশ না করলেও প্রচুর শূন্যপদ এখনো খালি রয়েছে। প্রায় 16,500 শূন্য পদে নিয়োগ করা হবে।




কী কী শূন্যপদে নিয়োগ করা হবে?


নিচে 25 টি শূন্যপদের নাম উল্লেখ করা হল এর বাড়লেও আরও বহু পদে নিয়োগ করা হবে।

1.Administration

2.Agri Business

3.Analytics/BIU/Corporate Strategy

4.Audit

5.Banking Operations & Customer Services

6.Branch Banking

7.Compliance

8.Corporate Salary

9.Corporate Services

10.Digital Banking

11.Finance & Accounts

12.Housing Finance

13.Human Resources

14.IT

15.Legal/Vigilance

16.Marketing

17.Micro Banking

18.Outdoor Collector

19.Indoor Staff

20.Retail Assets

21.Risk

22.SME & MSME Banking

23.Trade Finance

24.Treasury

25.Wholesale Banking






Bandhan Bank এ আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে ?


যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ। এছাড়াও উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চ যোগ্যতা থাকলে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবে।





সাধারনত Bandhan Bank এ কী কী কাজে নিযুক্ত করা হবে  :


পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী Bandhan Bank এর বিভিন্ন পদে আবেদন করবে তাদের দুই ধরনের কাজে নিযুক্ত করা হবে। অফিসের ভিতরে বিভিন্ন অফিসিয়াল কাজে নিযুক্ত করা হবে এবং অফিসের বাইরে লোনের টাকা সংগ্রহ করতে নিয়োগ করা হবে।





Bandhan Bank কীভাবে আবেদন করবেন ? 


সাধারনত দুই মাধ্যমে আবেদন করতে পারবে।  অনলাইন ও অফলাইন এই দুই মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু অফলাইনের থেকে অনলাইনে আবেদন করলে ব্যাঙ্কের কাছে বেশি গ্রহণ যোগ্য।




অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি :

  অনলাইনে আবেদন করতে বন্ধন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে তারপর Upload Resume অপশনে ক্লিক করে আবেদন করতে পারবে। এছাড়াও আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া হবে সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট আবেদন ফর্ম খুলে যাবে।





অফলাইনে আবেদন করতে কী করবেন ?

যে সকল চাকরি প্রার্থী অফলাইনে আবেদন করতে চান, তাদের নিকটবর্তী বন্ধন ব্যাঙ্ক ব্রাঞ্চ অফিসে গিয়ে আবেদন পত্র জমা করতে হবে এবং মনে রাখবেন বন্ধন ব্যাঙ্কের তরফে নিয়োগ সংক্রান্ত কোনো নোটিশ জারি করা হয় না তাই নিজে গিয়ে নিকটবর্তী বন্ধন ব্যাঙ্কে যোগাযোগ করবেন। তবে অনলাইনে আবেদন করলে বেশি গ্রহণ যোগ্য ।






অনলাইন ও অফলাইন আবেদন করতে গেলে প্রার্থীর কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে :

প্রার্থীকে প্রথমে Resume বানাতে হবে সঙ্গে নিজের সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে।   Resume- এ আধার কার্ড,ভোটার কার্ড,এডমিট কার্ড, সমস্ত যোগ্যতার মার্কসিট সহ অভিজ্ঞতা থাকলে সব কিছু উল্লেখ করতে হবে। মনে রাখবেন Resume দেখে নিয়োগ করা হবে তাই আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে ভুলবেন না।





Bandhan Bank এ নিয়োগ প্রক্রিয়া ?

যে সকল প্রার্থী Resume আপলোড করবে সেই সকল প্রার্থীদের আবেদনের কিছুদিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং Resume এর ভিত্তিতে আপনার উপযুক্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিই- এ পাশ করলে আপনাকে ট্রেনিং দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করে কাজে নিযুক্ত করবে।







Bandhan Bank এ নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অথবা কোনো ওয়েবসাইট ভিসিট করতে নিচের দেওয়া লিঙ্ক এ ক্লিক করে দেখে নিতে পারেন । 


























ABOUT US :

যদি আপনি একজন চাকরি ও কাজের সন্ধানী হয়ে থাকেন তাহলে একদম ঠিক ওয়েবসাইটে এসেছেন। JoB SearcH এর মাধ্যমে আপনি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ব্যাঙ্কিং সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্রের চাকরি ও কাজের আপডেট (Job Update) পেয়ে যাবেন। 











$ চাকরি  পেতে কোন টাকা লাগবে না $


  •• FREE JOB ° NO CHARGES •• 




 

-:: FOLLOW US ::- 

----------------


প্রতি দিন নিত্যনতুন কাজের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন .....  


 Subscribe Now



চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ ও 'WhatsApp Group' এ যুক্ত হয়ে যেতে পারেন ।






এবং সবার আগে ও সবার প্রথম Free জবের আপডেট পাওয়ার জন্য আমাদের Telegram ও WhatsApp গ্রুপ এ জয়েন হয়ে যেতে পারেন..... 











-:: Important Link's ::-


▶️ প্রতিদিনের চাকরির আপডেট : Job Update




আরো চাকরির আপডেট :    Click Me   









Thanks & Regards

 @JoB SearcH

Sotyenjoy Pal  &  R@ghunath Dey


_____-----_____-----_____






বিঃদ্রঃ- JoB SearcH কোনো নিয়োগকারী সংস্থা নয় বা চাকরি দেয় না। চাকরি দেওয়ার নাম করে টাকা চাওয়া সম্পূর্ণ অপরাধ, JoB SearcH এমন কাজ কখনো করে না। 


No comments:

Post a Comment

Myntra recruitment 2025

  Srirampur Myntra [ Hooghly ] Coming soon Interview and Spot Joining (2COMS Vendor) Date :- will inform Time : 10.00AM #Job Location -...