Blog Archive

Tuesday, June 28, 2022

ʜᴇᴀʟᴛ

         

 
  

  °• 100% Genuine Job •°






 
























JoB SearcH


Your Trusted Job Placement


  ( Daily Job Update )





🏛️ 



শূন্যপদের নাম : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি লেভেলের পদে কমিউনিটি অফিসার পদে নিয়োগ করা হবে। 













মাসিক বেতন : এই পদে নিযুক্ত হলে প্রতি মাসে বেতন 20,000 এবং সঙ্গে ইন্সেনটিভ হিসেবে 5000 টাকা দেওয়া হবে। 


 








বয়সসীমা : আবেদনকারীর বয়সসীমা সর্বাধিক হতে হবে 40 বছরের নিচে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 










মোট শূন্যপদ : 400 এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। 










নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 









আবেদন পদ্ধতি : প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 











অনলাইন আবেদন সম্পর্কে নিচে দেওয়া হবে :

1.নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

2. তারপর নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।


 
এর পর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র নিখুঁত ভাবে পূরণ করতে হবে।

3.আবেদন ফি জমা করতে হবে।

4.শেষে ফাইনাল সাবমিট করে আবেদনপত্র জমা করতে হবে।










আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে? 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সমূহ 

3. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

4. পাসপোর্ট সাইজের রঙিন ছবি 

5. আধার বা ভোটার কার্ড 

6. অন্যন্য জরুরি ডকুমেন্টস (যদি থাকে)













আবেদন ফী : 

অনলাইনে আবেদন করতে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 100 টাকা আবেদন ফী জমা করতে হবে এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য 50 টাকার আবেদন ফী জমা করতে হবে। 











আবেদনের তারিখ সমূহ :

 অনলাইন আবেদন গ্রহন শুরু হয়েছে 22/06/2022 তারিখ থেকে এবং অনলাইনে আবেদন করতে পারবে 03/07/2022 পর্যন্ত। 


 










আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।







ABOUT US :

যদি আপনি একজন চাকরি ও কাজের সন্ধানী হয়ে থাকেন তাহলে একদম ঠিক ওয়েবসাইটে এসেছেন। JoB SearcH এর মাধ্যমে আপনি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ব্যাঙ্কিং সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্রের চাকরি ও কাজের আপডেট (Job Update) পেয়ে যাবেন। 











$ চাকরি  পেতে কোন টাকা লাগবে না $


  



 

-:: FOLLOW US ::- 

----------------


প্রতি দিন নিত্যনতুন কাজের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন .....  


 Subscribe Now



চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ ও 'WhatsApp Group' এ যুক্ত হয়ে যেতে পারেন ।






এবং সবার আগে ও সবার প্রথম Free জবের আপডেট পাওয়ার জন্য আমাদের Telegram ও WhatsApp গ্রুপ এ জয়েন হয়ে যেতে পারেন..... 











-:: Important Link's ::-


▶️ প্রতিদিনের চাকরির আপডেট : Job Update




আরো চাকরির আপডেট :    Click Me   









Thanks & Regards

 @JoB SearcH

Sotyenjoy Pal  &  R@ghunath Dey


_____-----_____-----_____






বিঃদ্রঃ- JoB SearcH কোনো নিয়োগকারী সংস্থা নয় বা চাকরি দেয় না। চাকরি দেওয়ার নাম করে টাকা চাওয়া সম্পূর্ণ অপরাধ, JoB SearcH এমন কাজ কখনো করে না। 


No comments:

Post a Comment

Myntra recruitment 2025

  Srirampur Myntra [ Hooghly ] Coming soon Interview and Spot Joining (2COMS Vendor) Date :- will inform Time : 10.00AM #Job Location -...