Blog Archive

Saturday, November 11, 2023

Security guard Recruitment 2023






 শুধুমাত্র সপ্তম পাশ যোগ্যতায় সিকিউরিটি গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি | Security Guard Recruitment 2023







ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সিকিউরিটি গার্ড নিয়োগ (Security Guard Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে, এখানে শুধুমাত্র সপ্তম পাশ যোগ্যতায় নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। বেশ কয়েকটি শূন্যপদে নেওয়া হবে কর্মী। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তবে বিস্তারিত জেনে নিন।







Security Guard Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।






পদ – সিকিউরিটি গার্ড






শূন্যপদ: সব মিলিয়ে 244 টি শূন্যপদ রয়েছে। Unreserved – 190, SC- 36, ST-18






শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা ক্ষেত্র থেকে ন্যূনতম সপ্তম শ্রেণী পাশ করে থাকতে হবে।







প্রার্থীর বয়সসীমা: বয়সসীমা সেভাবে উল্লেখ করে হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হলেই আবেদন জানাতে পারেন।







আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত আবেদন পদ্ধতি নিম্নরূপ।



1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।



2. নিজের গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য দিয়ে এই আবেদনপত্র পূরণ করে ফেলুন।



3. ফর্মের ওপরে ডানদিকে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে ফর্মের নিচে ডানদিকে একটি সিগনেচার করুন নিজের।




4. সবার শেষে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।




আবেদনের সময়সীমা: আগামী 23/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন।





Official

Notification/

Application Form 



Official Website











Thanks & Regards,

JoB SearcH
















No comments:

Post a Comment

Myntra recruitment 2025

  Srirampur Myntra [ Hooghly ] Coming soon Interview and Spot Joining (2COMS Vendor) Date :- will inform Time : 10.00AM #Job Location -...